আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ শুভেচ্ছা বার্তা ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে দেন।
বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন। শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক আবিদুর রহমান লিটু ও সেকেন্দার আলী।
বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগ সভানেত্রীকে ম্যাডামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ