মন্ত্রিসভার পাশাপাশি দলীয় সব পদ থেকেও আবদুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়ার তার বিরেুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের পর বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্তের কথা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা ওসমানি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন সিরাজ।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৬ সকাল ৯টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে। কিছুক্ষণ সিলেটে অবস্থানের পর প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রী ৬৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান। তিনি সেখান থেকে ২৯ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর ২০১৪/ আহমেদ