রবিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এর আগে শুক্র-শনি সাপ্তাহিক ছুটি। এ কারণে ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অনেকটাই ফাঁকা। বৃহস্পতিবার সকালে অফিস খোলার পর অনেক কর্মকর্তা-কর্মচারী হাজিরা দিয়েই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
বেলা ১১টার পর সচিবালয়ের বিভিন্ন দফতরে খুব কম সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকেই টেবিলে দেখা যায়। সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষটিও জনশূন্য। এ সময় সচিবালয়ের ক্যান্টিনে অল্পকিছু লোককে আড্ডা দিতে দেখা গেছে যাদের অনেকেই আবার সাংবাদিক ও ব্যক্তিগত কাজে আসা বাইরের লোকজন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান, ঈদের ছুটি শুরুর আগের দিন হওয়ায় বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ৫০ শতাংশেরও কম।
সাধারণত, ঈদের সময় তিনদিন ছুটির সঙ্গে আরও দুই-এক দিন মিলিয়ে অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান। তার ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকেই ফাঁকা হতে শুরু করে ঢাকা।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানান, যারা এ সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ছুটি নেনটি, তাদের অনেকে ঈদের পর বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। পরের দুইদিন শুক্র-শনিবার আবার সাপ্তাহিক ছুটি। ফলে তারা ছুটি কাটিয়ে ফিরবেন পরবর্তী রবিবার।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর ২০১৪/ আহমেদ