ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে থেমে থেমে। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। সেখানে এখন লাগছে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঈদ ও দুর্গাপূজায় ঘরমুখি মানুষ।
মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন পয়েন্টে গরু ভর্তি ট্রাক বিকল হওয়ার কারণেও যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে আবার কোথাও কোথাও গাড়ি থেমে আছে। গাড়িতে থাকা যাত্রীদের গরমে নাভিশ্বাস উঠেছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি যুবায়দুল আলম জানান, মহাসড়কের পুংলী, আশেকপুর, করটিয়া, পাকুল্লাসহ ৭ থেকে ৮টি পয়েন্টে ভোরে গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এই ট্রাকগুলো সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।
উত্তর বঙ্গের ১৬টিসহ ২৭টি জেলার যানবাহন চলাচল করে এ সড়কে। ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে যানজট আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর ২০১৪/ আহমেদ