মহনবী (সা.), পবিত্র হজ, ইসলাম কটূক্তি করে ধর্মীয় অনূভূতিতে আঘাত আনায় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নোয়াখালীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে একটি মামলা হয়েছে। পরে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১১ ডিসেম্বর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নাছের ভূইয়া বাদী হয়ে বিচারক মো. জহির উদ্দিন এর আদালতে এ মামলা করেন। যার সিআর নং-৩৪১/২০১৪ইং।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তারেক রহমান ভূইয়া জানান, লতিফ সিদ্দিকির বিরুদ্ধে অ্যাডভোকেট আবু নাছের ভূইয়ার করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১১ডিসেম্ব লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন আদালত।