'ধারাবাহিক উৎপাদনশীলতার গতিকে ত্বরান্বিত করতে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার প্রচেষ্টা করছে সরকার' বললেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে একথা বলেন তিনি।
‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন।
শিল্পমন্ত্রী বলেন, 'সরকারের মূল লক্ষ হচ্ছে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। এ জন্য ধারাবাহিক উৎপাদনশীলতার গতিকে আরও বাড়াতে হবে। তাই শুধু বড় বড় নয়, ছোট ছোট কারখানা গড়ে তোলার জন্য মনোনিবেশ করতে হবে।'
আমির হোসেন আমু বলেন, 'সরকারের প্রচেষ্টায় এখন দেশে দ্রুত গতিতে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠছে।'
তিনি বলেন, 'পাকিস্তান শুরুর সময় মাত্র ৩ কোটি মানুষের এই দেশেও খাদ্য ঘাটতি হত। আর আজ ১৬ কোটি মানুষকে খাইয়ে বিদেশে চাল রফতানি করা হচ্ছে।'
তিনি আরও বলেন, '২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালে উন্নত শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করার জন্য সরকার সবই করছে।'
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত