পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীসাধারণ।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে বাড়তে থাকতে ছোট-বড় গাড়ির চাপ। বিআইডব্লিউটিসির পাটুরিয়া অফিস সূত্রে জানা যায়, নিরাপদে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার পথে ভোগান্তির কথা বিবেচনা করে পারাপারের জন্য ঘাট এলাকায় ৯টি রো রো, ৩টি কেটাইপ ও ৬টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। রাত ৩টার দিকে একটি ফেরিতে সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেওয়া হয়।
পাটুরিয়ায় ৫টি ঘাটের মধ্যে ৪টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ৫নং ঘাট দিয়ে ছোট যানবাহন চলাচল ও ১, ২ ও ৩নং ঘাট দিয়ে সব ধরনের বড় গাড়ি চলাচল করছে।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত