মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার এবং মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকেই অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-চট্রগাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা গোমতি সেতু পর্যন্ত রাস্তার উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারনে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। কুমিল্লা ও এর আশে পাশের এলাকার যাত্রীদের অনেকে যানজটের কারনে গাড়ি থেকে নেমে পায়ে হেটেই গন্তব্যে উদ্যেশে রওনা দিয়েছেন।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ভোররাত থেকেই অতিরিক্ত গাড়ি ও কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে । দ্রুত যানজট নিরসনে চেষ্টা করা হচ্ছে।
অপর দিকে মুন্সীগঞ্জের মাওয়াঘাটে অতিরিক্ত গাড়ির চাপ থাকা সকাল থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় প্রায় তিন শতাধিক যাত্রীবার্হী যানবাহন। এতে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৪/আহমেদ