মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন। এর ফলে আজ সকাল থেকে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। দুপুরে যানজট পরিস্থিতি মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানান, আজ সকাল থেকেই ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মাওয়া ঘাটে। প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ৬ শতাধিক যানবাহন এখন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এছাড়া ঢাকা থেকে আসা নতুন নতুন গাড়ি যুক্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাওয়া ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদ আর পূজার ছুটিতে মাওয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরিগুলো ওয়ান ওয়ে পদ্ধতি চলাচল করায় নৌরুট পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ