জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের অভিজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই এ সংবাদ সম্মেলন। তবে স্বাভাবিকভাবেই এ সংবাদ সম্মেলনে আগ্রহের কেন্দ্রে থাকবে লতিফ সিদ্দিকী প্রসঙ্গ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা এই জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার বিষয়ে সরকারের ভাষ্য সাংবাদিকরা সরকার প্রধানের মুখ থেকেই শুনতে চাইবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে লন্ডন হয়ে তিনি দেশে পৌঁছান গতকালবৃহস্পতিবার সকালে।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব