ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্নত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে টাঙ্গাইল ও মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি যুবায়দুল আলম জানান, চট্রগাম থেকে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের পাগলা পীর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মির্জাপুরের সোহাগ পাড়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়। এখনো উদ্ধার তৎপরতা চলছে। হতাহতদের অধিকাংশ চট্রগামের কর্নফুলী এলাকার ইনক্রিমেন্ট এ্যাফারেন্ট লিমিটেডের কর্মী। ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি যাচ্ছিল।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/ আহমেদ