ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার যানজট রয়েছে। রাতের বিভিন্ন সময়ে দুর্ঘটনা, ট্রাক বিকল ও রেল ক্রসিংয়ের কারনে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রাতে মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনার পর রাস্তার দুই পাশে গাড়ি চাপ বেড়ে যায়। এতে করে যানজটের সৃষ্টি হয়। গরু ভর্তি ট্রাক গুলো অতি ধীর গতিতে চলাচল ও রাতে চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে যাওয়ায় যানজট সৃষ্টির অন্যতম কারণ।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের টিআই শাহ মো. আরিফুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে প্রতি বছর ঈদ ও পূজার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার টাঙ্গাইলের পুলিশ সুপারের নেতৃত্বে যানজট নিরসনের জন্য এই মহাসড়কের ৬৫ কিলোমিটার রাস্তায় ৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য রাখা হয়, কোন চালক বেপরোয়া গাড়ি চালিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করছে। তারপর তা তাত্ক্ষণিক রাস্তায় দায়িত্বরত পুলিশকে জানিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে করে ক্রটিপূর্ণ, ফিটনেজবিহীন ও বিকল হওয়া গাড়িগুলো রাস্তা থেকে দ্রুত সড়িয়ে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, যানজট নিরসনে ২২টি মোটর সাইকেলের মোবাইল টিমসহ ২৯টি পয়েন্টে জেলা পুলিশ কাজ করছে। এতে করে সাময়িক দুই এক জায়গায় যানজট হলেও তা দ্রুত নিরসন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৪/মাহবুব