রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। নামাজ আদায় শেষে এরশাদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হজ ও তাবলীগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিনিই প্রথম এ ঘটনার নিন্দা জানিয়েছিলেন এবং মন্ত্রীর অপসারণ দাবি করেছিলেন।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এবং জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বক্তব্য রাখেন। এরপর তারা কোলাকুলি করে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার সকাল ৯টায় রংপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৪/আহমেদ