টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মঙ্গলবার ভোর ৪টায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিজ বাড়িতে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। গোড়াইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সোহাগপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০) এবং তার মেয়ে মরিয়ম (১৪), মিম (৬) ও মলি (৪)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে হাসনা বেগম তার তিন মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের আগে বের হলে কয়েকজন প্রতিবেশী তাদের ঘরে আগুন দেখতে পায়। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের ভেতরে থাকা মা ও তিন মেয়ের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর ২০১৪/আহমেদ