রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মহানবীর রওজা মোবারক জিয়ারত করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য এবং সফরসঙ্গীরা ছিলেন।
আজ বুধবার সকালে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম মদিনা থেকে টেলিফোনে এ তথ্য জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং।
রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীরা মসজিদে নববি এবং রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি রিয়াজুল জান্নাতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত ও নফল নামাজ শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির সুখ-শান্তি এবং অব্যাহত সমৃদ্ধির জন্য দোয়া করেন।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে আগামী শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৪/ রশিদা