আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই আজ খালেদা জিয়া একের পর এক জঙ্গি কর্মসূচি দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন যে, তার শাসনামলে জঙ্গি তৎপরতা নির্মুল হয়েছে ঠিক তখনই বিএনপি জঙ্গি তৎপরতা শুরু করেছে। আর অভিজিৎ হত্যা তাদের জঙ্গি-তৎপরতারই ফল।
বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল)।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকেই ছাত্র রাজনীতি করেছি। তখন আমাদের স্লোগান ছিলো গাড়ি-ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না। কিন্তু এখন গাড়ি চলছে, দোকানপাটও খোলা আছে। সবকিছুই ঠিকমতো চলছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানায় শ্রমিক অসন্তোষ নেই। এমনকি বিএনপি নেতাদের শিল্প কারখানাও ঠিকঠাক মতো চলছে মনে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, চীনের ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ব্যবসার সম্পর্ক রয়েছে। তারা আমাদের তৃতীয় বড় ব্যবসায়িক অংশীদার। এই সম্পর্ক উন্নয়নে সম্মিলিতভাবে প্রচেষ্টা চলছে।
নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষেকেই আন্তরিক হওয়ার কথা বলেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৫/ রশিদা