হবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ের সায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ করছে।
অন্যদিকে, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মহসিন মিয়া জানান, আখাউড়া জংশন থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন রশিদপুরের উদ্দেশে রওনা করেছে।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৫/শরীফ/এস আহমেদ