ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর আজ সকাল সাড়ে দশটার দিকে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল ভুটানের রাজধানী থিম্পু থেকে সার্ক দেশগুলোতে তার প্রথম পর্যায়ের সফর শুরু করেছেন। আর এরই অংশ হিসেবে তিনি আজ ঢাকায় এলেন।
সুব্রামানিয়াম জয়শঙ্কর তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বৈঠকে করবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে।
১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে আসছেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন।
গত ২৯ জানুয়ারি ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ, ২০১৫/ রশিদা