পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল ইসলাম জানান, সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সোমবার ভোর ৬টার দিকে মালবাহী ট্রেনটির একটি ক্যারেজ হবিগঞ্জের রশীদপুরে লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এনে ক্যারেজটি সরানো হয় এবং লাইন মেরামত শেষে বেলা সাড়ে ১১টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
বিডি-প্রতিদিন/০২ মার্চ ২০১৫/ এস আহমেদ