দেশের চলমান সহিংস পরিস্থিতিকে দেশের উন্নয়নের জন্য বড় বাধা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে সোমবার দুপুরে দেশের তৈরীপোশাকসহ বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতি এক ধরনের জাতীয় সঙ্কট। তবে জাতীয় সঙ্কট বলতে আমার ভয় করে। কারণ এটা অতটা বিরাট নয়। তবে দেশের উন্নয়নের জন্য এটা একটা বড় বাধা।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের জন্য সময় একটা বড় বিষয়। প্রায় টানা দুই মাস ধরে এটি চলছে। এর শেষ কোথায় তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৫/মাহবুব