ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্করকে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের পৃথক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা জানান শহীদুল হক।
শহীদুল হক বলেন, তিস্তা চুক্তি তারা ইতিবাচকভাবে নিয়েছে। এ সমস্যার সমাধান করতে চায় ভারত।
তিনি আরও বলেন, ভারতের এই সরকারের বিশেষ একটি দিক লক্ষ করেছি আমরা। তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়। অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চায়।
ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক, উপআঞ্চলিক, আঞ্চলিকসহ সব বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠক গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
উল্লেখ্য, ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একদিনের শুভেচ্ছা সফরে সোমবার সকালে ঢাকা আসেন। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মঙ্গলবার সকালে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৫/মাহবুব