বাংলাদেশ সফরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দেখা করে মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে এই কথা বলা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ''চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।''
নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান এ কে এম শামীম চৌধুরী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ''সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া যৌথভাবে যেসব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সেগুলো ভালোভাবেই চলছে বলে পররাষ্ট্র সচিব সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব তাদের সন্তুষ্টির কথা জানান।''
সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রয়াসের অংশ হিসেবে জয়শঙ্করকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছেন মোদি।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৫/মাহবুব