ঢাকার বকশিবাজার এলাকায় নির্মিত অস্থায়ী আদালত ভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মামলার শুনানির নির্ধারিত দিন আজ বুধবার আদালত ভবনের আশপাশ ও সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকাল থেকেই মাঠে ঢোকার প্রধান ফটকে অবস্থান নিয়েছে পুলিশ। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া অন্যদের সেখানে আটকে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়েছিলেন। সেদিন তার হাজিরাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক হট্টগোল হয়েছিল। বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাতের পাশাপাশি আওয়ামী লীগ সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা হয়েছিল সেদিন।