জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।
আগামী শুক্রবার ও শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোট আব্দুস সালাম আজাদ আজ দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, শুক্রবার দেশের সকল উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ও শনিবার দেশের সকল মহানগরীতে এ কর্মসূচি পালিত হবে।