বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে শাহ আলী মাজার থেকে গুলশান কার্যালয়ে পাতিল ভর্তি তেহারি পৌছে দিয়েছেন মো. সেলিম নামে এক ব্যক্তি।
বুধবার বেলা ২টা ২০ মিনিটে ভ্যান গাড়িতে করে এ খাবার খালেদার কার্যালয়ে পৌছে দেওয়া হয়। কার্যালয় থেকে তেহারি গ্রহণ করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এ প্রসঙ্গে শামসুদ্দিন দিদার বলেন, চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে শাহ আলী মাজার থেকে এ তেহারি পাঠানো হয়েছে। এ তেহারি কার্যালয়ের ভেতরে অবস্থানরতদের মাঝে বিতরণ করা হবে।
এর আগে, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সকাল সোয়া ১১টায় বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৫/মাহবুব