বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ মামলার তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ দিন ধার্য করেন। এর আগে ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি-প্রতিদিন/৫ মার্চ,২০১৫/নাবিল