বিএনপির চেয়ারপারসন বগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, শর্ত দিয়ে আদালতে না যাওয়া এবং আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের উদাহরণ তৈরি করল বাংলাদেশ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার প্রটেক্টিং হিউম্যান রাইট প্রোগ্রাম আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষায় চ্যাম্পিয়ন সম্মাননা‘ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য সারা দেশ থেকে আসা ২২ জন মানবাধিকার মাঠকর্মীকে সম্মাননা দেওয়া হয়।
ড. মিজানুর রহমান বলেন, আমাদের দেশে আইন সমানভাবে প্রয়োগ হয় না। আমি যদি কোনো অপরাধ করি, আমাকে যদি আদালত হাজির হতে বলে,আমি কি আদালতকে কোনো শর্ত দিতে পারবো? আমি কি বলতে পারবো, আমার এই এই শর্ত মানলে আদালতে যাবো, নইলে যাবো না? কোনো সাধারণ মানুষের কি সে অধিকার আছে?
কিন্তু যদি আমি যদি প্রতিপত্তি ও বিত্তশালী হই, অথবা রাজনৈতিকভাবে শক্তিশালী হই, তাহলে আইন আমাকে স্পর্র্শ করতে পারবে না। আমি আইন ও রাষ্ট্রকে অবজ্ঞা করতে পারবো। সেই উদাহরণই সৃষ্টি হলো বাংলাদেশে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৫/মাহবুব