বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার বর্ধিত হরতালে বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২ ঘণ্টায় অন্তত ১৮ জন পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় গুরুতর দগ্ধ হয়েছেন ১১ যাত্রী। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বুধবার রাত ১১টার দিকে পণ্যবাহী ট্রাকে পেট্রল বোমা হামলায় চালক ও হেলপারসহ দগ্ধ হয়েছেন তিনজন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকে পেট্রল বোমা হামলায় চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ ২০১৫/ এস আহমেদ