বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে গুলশান থানায় মামলাটি করা হয়।
গুলশান থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) কামরুল ইসলাম জানান, এসআই সোহেল রানা বাদী হয়ে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি করেন।
তিনি জানান, মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মধ্যকার ফোনালাপ এবং মান্না ও অজ্ঞাত এক ব্যক্তির ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এই রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।