প্রেসিডেন্ট আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডন যাচ্ছেন। প্রেসিডেন্টের প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১৫ মার্চ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র : বাসস
বিডি-প্রতিদিন/ ৬ মার্চ ২০১৫/শরীফ