চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নয় দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন রাষ্ট্রপতিকে বিদায় জানান। এছাড়া তিনবাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছর অগাস্টেও লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৫ মার্চ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব