জয়পুরহাটে রেললাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জিম্মি করে দুটি ফিসপ্লেট, ৩৮টি স্পেন্ডেল ক্লিপ ও প্রায় ৩০ ফুট লাইন তুলে ফেলেছে দুর্বৃত্তরা। তবে আগে থেকে খবর পাঠানোয় রেলে কোনো দুর্ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার শাহাপুরের উড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাটের সহকারী স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, রাত একটা ৫৫ মিনিটে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে জয়পুরহাট স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর শাহাপুর এলাকায় একদল দুর্বৃত্ত দায়িত্বরত আনসার সদস্যদের জিম্মি করে ফিস প্লেট, স্পেন্ডেল ক্লিপ ও লাইন তুলে ফেলে। খবর পেয়ে দ্রুত তা মেরামত করা হয়। এ সময়ে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করে। পরে ভোর ছয়টার দিকে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, সঠিক সময়ে খবর পাওয়ায় কোনো অঘটন ঘটতে পারেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে শুক্রবার ভোরে চারজনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব