চট্টগ্রামের হালিশহর এলাকায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর প্রতিপক্ষের দখলে থাকা একটি বস্তিতে আগুন দিয়েছে ওই ব্যবসায়ীর সমর্থকরা। এতে পুড়ে গেছে ১১টি বসতঘর ও চারটি দোকান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (৪০) জমি ব্যবসায় জড়িত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, কয়েকজন লোক এসে বাসা থেকে ডেকে নিয়ে নূর মোহাম্মদকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে। বিষয়টি জানার পর নূরের লোকজন এ হত্যাকাণ্ডের জন্য শফি নামে এক ব্যক্তিকে দায়ী করে তার দখলে থাকা বস্তিতে আগুন দেয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ জানান, বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে বস্তির ১১টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব