কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালালদের গুলিতে বিজিবির সুবেদার ফজলুল হক আহত হয়েছেন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার এলাকায় এ ঘটনার ঘটে। পরে শাহ আলমগীর (৩৫) নামের একজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দাকার সাইফুল আলম জানান, দালালরা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মিয়ানমার থেকে নিয়ে এসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে। বালুখালী পানবাজার এলাকায় দুটি জিপে তুলে তাদের কুতুপালং ক্যাম্পে পাচারের সময় বিজিবি সদস্যরা ১০৮ জন রোহিঙ্গাকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে দালালরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সুবেদার ফজলুল হকের ঘাড়ের বাঁ পাশে গুলি লাগে। তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা দালালদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু করেছে।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।”
বিজিবি অধিনায়ক সাইফুল আলম জানান, আটক রোহিঙ্গাদের বিকাল সাড়ে ৩টার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব