শিল্পমন্ত্রী আমির হোসন আমু বলেছেন, দেশে ইউরিয়া সারের মোট চাহিদা ২৭ লাখ মেট্রিক টন। এরমধ্যে গত ১৮মার্চ পর্যন্ত বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন ৬টি ইউরিয়া সার কারখানায় ইউরিয়া উৎপাদন হয়েছে ৬দশমিক ৯৩ লাখ মেট্রিক টন। অবশিষ্ট (২০ লাখ টন) সারের চাহিদা মেটাতে কাফকো (বাংলাদেশ), কাতার, সৌদিআরব, ইউনাইটেড আরব আমিরাত (ইউ এ ই) ও চীন থেকে ইউরিয়া সার আমদানি করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য হাজি মো. সেলিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসন আমু সংসদে এ তথ্য জানান।
তিনি আরও জানান, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দশমিক ২২ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হয়েছে। যার জন্য ৩ হাজার ৩১৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
আমদানির বিকল্প হিসেবে দেশে সার কারখানা স্থাপনের লক্ষ্যে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে আমদানি পরিমাণ হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৫/মাহবুব