মোবাইল ফোন ব্যবহারের উপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আদায়ে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি আইন-২০১৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারীরা যে সব সেবা গ্রহণ করেন, সে মূল্যের উপর ১ শতাংশ হারে সারচার্জ ধার্য করা হবে। কেউ এক হাজার টাকা ব্যবহার করলে ১০ টাকা সারচার্জ দিতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি সংসদে পাস হওয়ার পর কার্যকর হবে। এরফলে সরকার বছরে অতিরিক্ত ১৪০ কোটি টাকা রাজস্ব আদায় করবে। যা অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে।’
তিনি বলেন, ‘কোন কোন বিষয়ের উপর কি হারে উন্নয়ন সারচার্জ ও লেভি আদায় করা যাবে তা আইনের তফসিলে থাকবে। অনুমোদন পাওয়া আইনের তফসিলে বলা আছে, মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থ বা আয়। সারচার্জের হার ১ শতাংশ। সরকার সময়ে সময়ে এ তফসিল সংশোধন করতে পারবে।’
আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী সরকার গেজেট জারির মাধ্যমে উন্নয়ন সারচার্জ ও লেভি আদায় করতে পারবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৫/মাহবুব