বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ছয়জন নিহত হয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে ঝড়ে বাড়ির দেয়াল ধসে জাহানারা বেগম নামে এক বৃদ্ধা ও পদ্মা নদীতে মাছ ধরে ফেরার পথে মাটিচাপা পড়ে ইমাজ উদ্দিন নামে এক জেলে ও পবা উপজেলায় বড়গাছিতে আবুল হোসেন নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ও বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
এদিকে কালবৈশাখীতে নওগাঁ জেলার মান্দায় শাহানা বেগম (৩৫) নামে এক গৃহবধূ দেয়ালচাপায় নিহত হয়েছেন। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে খোকন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চরপিপলা গ্রামে আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মকের আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বগুড়া শহরের বউবাজার এলাকায় মাটির দেয়ালচাপায় হাজিরুন (৩৮) মারা গেছেন।
বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শিফার আল বক্তিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন