রাজধানী ঢাকার বিজয় সরণিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি বিলবোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন মিজানুর রহমান (৩৯) ও আব্বাস আলী (৩০)।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কাফরুল থানায় রাখা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৫ এপ্রিল ২০১৫/শরীফ