জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনসহ মোট চারটি আবেদন জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
এদিকে আদালতের এজলাসকক্ষে আসামির কাঠগড়ার সামনে খালেদার বসার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
রবিবার (৫ এপ্রিল) এ দুই মামলার শুনানিতে আদালতে হাজিরা দিতে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে ইতোমধ্যেই বিশেষ আদালতের পথে রওনা হয়েছেন খালেদা।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ