লক্ষীপুর জেলার সদর উপজেলায় মো. মনির হোসেন (৩৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মনির হোসেন কাশিপুর গ্রামের মৃত রহমত উল্যার ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বশিকপুর পুলিশ ফাঁড়ি-১ এর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান যে, মনির এশার নামাজ পড়ে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাশের একটি বাগান থেকে সন্ত্রাসীরা মনিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়।
তিনি আরো জানান যে খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার পিঠে বেশ কিছু ছররা গুলির আঘাত দেখা গেছে। মো. শাহ আলম আরো বলেন, 'পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন বাহিনীর সদস্য ইউসুফ ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।'
এদিকে, বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতা মনিরকে গুলি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় লাদেন বাহিনীর সন্ত্রাসীরা জড়িত।'
বিডি-প্রতিদিন/ ৫ এপ্রিল ২০১৫/শরীফ