বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছে জাতিসংঘ। গত কয়েক সপ্তাহে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। মহাসচিবের মুখপাত্র শনিবার নিউইয়র্ক থেকে এক বিবৃতিতে এ কথা জানান।
ঢাকা ও চট্টগ্রাম নগরীতে আগামী ২৮ এপ্রিল মেয়র এবং কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলের অংশগ্রহণে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মহাসচিব আশা করছেন বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায়ে রাজনৈতিক দলগুলো শিগগিরই তাদের মধ্যে দূরত্ব ঘোচানোর উপায় বের করবেন। এ ক্ষেত্রে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে বলে উল্লেখ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ