বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয় ছাড়া পর পরই সেখানে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাউয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খানসহ অন্য নেতারাও বেরিয়ে গেছেন।
এর আগে আজ রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে গুলশানের কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত ৩ জানুয়ারি গুলশান কার্যালয় থেকে বের হতে পুলিশের বাধা পান বিএনপি চেয়ারপারসন। ৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকে সেখানেই অবস্থান নেন তিনি। কার্যালয়ে আরও অবস্থান নেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউসহ বেশ কয়েকজন নেতা। কিছুদিন পর কার্যালয়ে গিয়ে সেখানেই অবস্থান নেন নজরুল ইসলাম খান।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০১৫/ রশিদা