দেশের অভ্যন্তরীণ সাতটি গন্তব্যে আবারও চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লা্ইট। বিমানের বহরে যুক্ত হয়েছে ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের দু’টি এয়ারক্র্যাফ্ট। ময়ূরপঙ্খী ও মেঘদূত নামের এই দুই উড়োজাহাজ দিয়েই অভ্যন্তরীণ রুট সচল হচ্ছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট পরিচালনার উদ্বোধন করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি বন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। কেক কেটে আনু্ষ্ঠানিকভাবে দুটি ফ্লাইটের যাত্রার উদ্বোধন করেন শেখ হাসিনা।
জনগণকে তার সরকারের দেওয়া আমাদের প্রতিশ্রুতি পুরণ হতে যাচ্ছে এই নতুন দুটি ফ্লাইট চালু করার মধ্য দিয়ে, বলেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে তিন বছর বন্ধ থাকার পর আবারও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর এবং কক্সবাজারে বিমানের ফ্লাইট পুনরায় চালু হলো।
সাতটি রুটে সপ্তাহে ১২০টি ফ্লাইট আসা-যাওয়া করবে। যার মাধ্যমে ১২ হাজারের বেশি যাত্রী আনা-নেওয়া সম্ভব হবে বলে এসময় জানান বিমান চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ।