গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ঢাকা থেকে উদ্ধারকারী দল ট্রেনটি উদ্ধার করলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ট্রেনের সহকারী চালক লুৎফর রহমান জানান, গতরাত ৭টা ৪০ মিনিটের দিকে ৩১ কন্টেইনারবাহী বগি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। রাত ২টা ২০ মিনিটের দিকে পূবাইল স্টেশনের পূর্বপার্শ্বে শিমুলিয়া এলাকায় কন্টেইনারবাহী ওই ট্রেনটির মাঝখানের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে লাইনের বিভিন্ন স্থানে কনক্রিটের স্লিপার ভেঙ্গে যায়।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার তোহরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ভৈরবের আশে-পাশের স্টেশনে চট্টগ্রাম মেইল এবং টঙ্গী স্টেশনে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়ায় রেললাইন দেবে গিয়ে ওই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ওই স্টেশন কর্মকর্তা ধারণা করছেন। তবে রেলওয়ের দায়িত্বশীল কোন কর্মকর্তা কথা বলতে রাজী হননি।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৫/ শরীফ/ রশিদা