চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ওয়ান-আপ মেইল ট্রেনের একটি বগিতে গতকাল রাত ৩টা থেকে ৪টার মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় পুলিশ ৪ ব্যক্তিকে আটক করেছে। ট্রেনে ডাকাতির বিষয়টি টের পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক ও ডাকাতি হওয়া মালামালের আংশিক উদ্ধার করেছে। তবে ঘটনায় জড়িত এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার আমিন হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), মৃত সোহরাব ব্যাপারির ছেলে আনোয়ার হোসেন (২৭), মোখছেদ কাজীর ছেলে বেলায়েত হোসেন (২৩) ও হাফিজুল ব্যাপারির ছেলে বেলায়েত হোসেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার ডাকাতি ও অটিকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৫/৬ জন ডাকাত যাত্রীবেশে ঢাকাগামী ওয়ান-আপ মেইল ট্রেনে ওঠে। ট্রেনটি কুমিল্লার লাকসাম স্টেশন ছাড়ার পরপরই ডাকাতরা ট্রেনের পেছনের দিকের একটি ফার্স্টক্লাস কম্পার্টমেন্টে (২১৩ নং বগি) ডাকাতি শুরু করে।
এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা, অলঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি যাত্রীদের মাধ্যমে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা জানতে পারেন। দ্রুতগতিতে গিয়ে ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ওই বগিতে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৫/শরীফ