নোয়াখালীর জেলা শহর মাইজদীর সিনেমাহল এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক শিবিরের সাথী বলে জানা গেছে।
জানা গেছে, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে শহরে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মফিজ প্লাজার সামনে আসলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ওমর ফারুকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৫/ রশিদা