১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আজ ৬ এপ্রিল সোমবার খারিজ হওয়ার পর নালিতাবাড়ি উপজেলার বিধবা পল্লী, জেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা ব্যাপক আনন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল ইলাম হিরু জানিয়েছে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখায় আমরা আদালতের প্রতি খুশি।
তিনি সরকারের প্রতি দ্রুত রায় কার্যকরের জন্য আবেদন করে বলেন কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে এলাকার একজন কুখ্যাত রাজাকারের পরিসমাপ্তি ঘটবে ডেপুটি কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন বলেন রায়ে আমরা খুশি।
মুক্তিযোদ্ধা এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ সন্তোষ প্রকাশ করে বলেন, জীবিত অবস্থায় সকল যুদ্ধাপরাধীর শাস্তি দেখে যেতে চাই। কামারুজ্জামানের মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মজিবর রহমান খান পানু বলেন, আজ থেকে আমরা কলঙ্ক মুক্ত হলাম।
শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছানুয়ার হোসেন ছানু বলেন, কুখ্যাত এই রাজাকারের মৃত্যু দণ্ডাদেশ আপিল বিভাগে বহাল থাকায় এখানকার মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি আরও উজ্জীবিত হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, ৭১ সালের কৃতকর্মের সঠিক বিচার হয়েছে। আমরা মহা আনন্দিত। যে এলাকার ১২০ জন পুরুষকে হত্যার জন্য কামারুজ্জামানের শাস্তি হয় সেই আলোচিত নালিতাবাড়ী উপজেলার ৭১ সালে স্বামী হরানো বিধবা পল্লীর জবেদা বেওয়া, অজুফা ও করিমন জানান, এই রায়ে আমরা আমাদের স্বামী হত্যার বিচার পেয়েছি। তারা দ্রুত কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, কামারুজ্জামানের ফাঁসির খবরে আজ দুপুরে জেলা ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল করে। রায়ের পর কামারুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি মুদিপাড়া এলাকায় শুনশান নীরবতা বিরাজ করছে এবং কেউ মুখ খুলছে না। তবে কামারুজ্জামানের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, ফাঁসি কার্যকর হলে তার জানাজা হবে নিজ গ্রামে ও দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
গত কয়েকদিন ধরেই শেরপুরের কোথাও জামায়াতের কোন নেতাকর্মীকে সশরীরে বা মোবাইলে পাওয়া যায়নি। জেলার পুলিশ সুপার মেহেদুল করিম জানিয়েছে, এই রায়ের খবরে শান্তি-শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে তার জন্য কামারুজ্জামানের বাড়ি বাজিতখিলা এলাকা ও জেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ র্যাব ব্যবস্থা নিবে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৫/ রশিদা