একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন না তার আইনজীবীরা।
সোমবার বিকেলে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, বেলা সোয়া ১১টায় শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী কামারুজ্জামানের সাথে বিকেল ৪টায় দেখা করার আবেদন করেন। কিন্তু বিকেল পৌনে ৩টার দিকে তাদের দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমরা কামারুজ্জামানের সাক্ষাৎ করার আবেদন করেছিলাম। কিন্তু জেল কর্তৃপক্ষ দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে।
তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাংবিধানিক অধিকার আছে তার আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার; রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না, সে বিষয়ে মতামত জানানোর। রাষ্ট্র তাকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ তোলেন শিশির মনির।
উল্লেখ্য, সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।
এ আদেশের ফলে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিশির মনির জানান, আগেরবারের সাক্ষাৎকালে তিনি জানিয়েছিলেন, রিভিউ নিষ্পত্তি হওয়ার পর এ বিষয়ে তিনি কথা বলবেন এবং তার মতামত জানাবেন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব