একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান তার প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সম্ভাব্য স্বল্পতম সময়ে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। ইতোমধ্যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখা করার বিষয়ে জানানো হয়েছে।
তিনি বলেন, রায় কার্যকর করার আগে কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ দেয়া হবে। কামারুজ্জামান প্রাণভিক্ষা করবেন কিনা কারা কর্তৃপক্ষ সেবিষয়ে তাকে জিজ্ঞাসা করবে।
তিনি বলেন, কামারুজ্জামান যদি প্রাণভিক্ষা না চান কারা কর্তৃপক্ষ তখন পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট বলে জানান।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব