একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার পরিবার।
কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানের পরিবারকে সোমবার বিকেল ৫টার মধ্যে কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন।
একই কথা বলেছে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল। তিনি বলেন, “কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে বলেছে, আমরা চাইলে সোমবার বিকাল ৫টায় কারাগারে সাক্ষাৎ করতে পারি। আমরা ওই সময়ের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব বলেও জানান তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সোমবার সকালে খারিজ করে ফাঁসির রায় বহাল রাখে আদালত।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব